এ মাসেই বাজার আসছে লেনোভোর ভাইভ সিরিজে নতুন ফোন। এটির মডেল লেনোভো ভাইব কে৪ নোট। এটির বিশেষত্ব হচ্ছে এর ক্যামেরায় এবং ব্যাটারিতে।
ভাইভ কে৪ নোটের ডিসপ্লে ৫.৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডুয়েল সিমের এই ফোনটিতে আইপিএস ক্যাপসিটিভ টাচ স্ক্রিন প্রযুক্তি রয়েছে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪০১। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন ৩ রয়েছে।
ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের অক্টাকোর ১.৩ গিগাহার্টজের কর্টেক্স। আরও আছে মালি জিপিইউ। ফোনটি ৩ জিবি র্যাম র্যাম ও ২ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে।
ফোনটির ব্যাটারি ৩৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
লেনোভো ভাইভ কে ৪ নোটের রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
ফোনটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।