অল ক্রাইমস টিভিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সরদারের বাগান থেকে মাথাহীন এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, শুক্রবার বিকালে বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবায়দুর সিকদারের (২৬) মাথাহীন মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওবায়দুর সিকদার (২৬) গত ৩০ এপ্রিল নিখোঁজ হওয়ার ৫দিন পর এই মরা দেহ পাওয়া যায়।
নিহত ওবায়দুর সিকদার মোরেলগঞ্জ উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর সিকদারের ছেলে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ওবায়দুর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় তার বাবা জোহর মোরেলগঞ্জ থানায় একটি জিডি করেন।