বরিশাল নগরীর কাশিপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ট্রাকা চাপায় অজ্ঞাত (২৫) এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ব্যক্তি বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাশিপুর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।