Home / Slide News / প্রয়াত মাহবুবুল হক শাকিলের জন্য তাঁর মেয়ে কবিতা লিখলো

প্রয়াত মাহবুবুল হক শাকিলের জন্য তাঁর মেয়ে কবিতা লিখলো

হাবিবুল্লাহ মিজান, অল ক্রাইমস টিভি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের একমাত্র সন্তান জাকিয়া রুবাবা মৌপি তাঁর সদ্য প্রয়াত বাবার জন্য কবিতা লিখেছে বলে জানা গেছে। নিচে পাঠকদের জন্য কবিতাটি দেয়া হলো।

একমাত্র সন্তান জাকিয়া রুবাবা মৌপির সাথে  প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল

একমাত্র সন্তান জাকিয়া রুবাবা মৌপির সাথে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল

চোখে হারাই
( কৈফ মজনুনের জন্য। )
রাত পোহালেই ফানুসের ওড়া শুরু
বারান্দা তবু তিনদিন ধরে বিরান
ছাই পড়া কাপে বাষ্প উঠছে নতুন,
নিকোটিন নয়, আত্মীয়তার ঘ্রাণ।
নিশির ডাকে ছেড়ে চলে যাই বাড়ি
ফাঁকা গুলি ওড়ে মেঘের পাঁজরজুড়ে
চোখ ঘোলা হয় চায়ের চুমুকে আবার
পকেটঘড়িতে সাড়ে সাত বাজে ঠিকই,
ছাতিম গাছের সময় হয়েছে যাবার।
এক ফালি চাঁদে তোমার আমার থাকা,
আধ ফালি চাঁদ তোমার আমার ঘর
দেড় ফালি চাঁদে তোমার বুকে শুয়ে
মরুভূমি খুঁজে পায় এক যাযাবর।

Print Friendly

উপদেষ্টা সম্পাদক : আরিফ নেওয়াজ ফরাজী বাদল

সম্পাদক : হাবিবুল্লাহ মিজান

মোবাইল : ০১৫৩৪৬০৪৪৭৬, ই-মেইল : mizandeshi@gmail.com