Home / জেলার অপরাধ / বরিশাল বিভাগ / পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তান নিহত

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তান নিহত

অল ক্রাইমস টিভিঃ পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও তার দুই সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালিতে মঙ্গলবার বিকেলে একটি ইজিবাইকের সঙ্গে পাঁজেরো জিপের সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতেরা হলেন, দুমকী উপজেলার আনোয়ারা বেগম (৩৫), তার ছেলে মামুন (১২) ও তিন মাসের শিশুকন্যা মরিয়ম। তারা সবাই ইজিবাইকের যাত্রী বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, একটি অটোরিকশা করে আনোয়ারা বেগম তার সন্তানসহ আরো বেশ কয়েকজন শহরের চৌরাস্তা থেকে বদরপুর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পাঁজেরো জিপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় মা, তার সন্তানসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়। আহত হয় অটোরিকশার যাত্রী হাসিনা বেগম, আয়েশা বেগম, সাফিয়া বেগম, লিপি বেগম, রাইহান ও হাবিব মৃধা। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চালকসহ জিপটি আটক করা হয়েছে।

Print Friendly

উপদেষ্টা সম্পাদক : আরিফ নেওয়াজ ফরাজী বাদল

সম্পাদক : হাবিবুল্লাহ মিজান

মোবাইল : ০১৫৩৪৬০৪৪৭৬, ই-মেইল : mizandeshi@gmail.com