Home / সর্বশেষ অপরাধ / গুলশানে সহিংসতায় বনানী থানার ওসি ও ডিবির সহকারী কমিশনার নিহত

গুলশানে সহিংসতায় বনানী থানার ওসি ও ডিবির সহকারী কমিশনার নিহত

অল ক্রাইমস টিভিঃ গুলশানে রেস্তোরাঁয় জিম্মি করে রাখা দুর্বৃত্তদের গুলি, বোমায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন ও ডিবির সহকারী কমিশনার রবিউল নিহত হয়েছেন। তাঁর মরদেহ এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। সেখানে উপস্থিত থাকা তাঁর ব্যক্তিগত গাড়ি চালক মো. মোস্তফা সাংবাদিকদের এটা নিশ্চিত করেছেন।
মোস্তফা জানান, আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ওই হাসপাতালে ভর্তি আছেন।
রাত ১২টায় সালাহউদ্দিনের ভাগ্নে মিশু হাসান হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, সালাহউদ্দিনের গলায় গুলি ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
হাসপাতালের সামনে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, পুলিশ পুরো হাসপাতাল ঘেরাও করে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

পুলিশে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসানও আহত হয়েছেন।

Print Friendly

উপদেষ্টা সম্পাদক : আরিফ নেওয়াজ ফরাজী বাদল

সম্পাদক : হাবিবুল্লাহ মিজান

মোবাইল : ০১৫৩৪৬০৪৪৭৬, ই-মেইল : mizandeshi@gmail.com